[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শারীরিক অবস্থা ঠিক থাকলে খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন, জানালেন ডা. জাহিদ

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া | ফাইল ছবি

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা গ্রহণ করা একান্তই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর—এটাই এই মুহূর্তের প্রধান বিবেচ্য বিষয়।

আজ শনিবার বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিং করেন জাহিদ হোসেন। ৬ ডিসেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন

চেয়ারপারসন খালেদা জিয়া ১৪ দিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

ডা. জাহিদের কথায়, খালেদা জিয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে তখন আসতে পারেনি। তৎসময়ে মেডিকেল বোর্ডও জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল যে তখন যাওয়া ঠিক হবে না।

নিরাপত্তার বিষয়টিকেই এখন প্রাধান্য দেয়া হচ্ছে। দেশি–বিদেশি চিকিৎসকরাও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।

শারীরিক অবস্থা নিয়ে অপ্রয়োজনীয় গুজবে না পাওয়ার অনুরোধও করেন তিনি। ডা. জাহিদের ভাষ্য, 'দয়া করে যেটা ফ্যাক্ট, সেটার বাইরে গুজব ছড়িয়ে কারও বিভ্রান্ত করবেন না।' তিনি আরও বলেন, খালেদা জিয়া আগেও খারাপ অবস্থার পর সুস্থ হয়ে ফিরেছেন; তাই এবারও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসবেন—এমনটাই তাঁর আশা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন