ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উত্তর বাড্ডায় আটকে দিলো পুলিশ
ভারতীয় দূতাবাস ঘেরাও করার লক্ষ্য নিয়ে একটি বিক্ষোভ মিছিল পুলিশ উত্তর বাড্ডায় আটকে দিয়েছে।
আজ বুধবার বিকেল ৪টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শীর্ষক মিছিল উত্তর বাড্ডায় পৌঁছালে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে পথ বন্ধ করে দেয়।
ঘটনাস্থল থেকে জানা গেছে, বিক্ষোভকারীদের একাংশ সড়কে বসে পড়েন, আরেকাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এর আগে বিকেল সোয়া ৩টার দিকে মিছিলটি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়। কয়েকশ বিক্ষোভকারী সেখানে জড়ো হন এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ স্লোগান দিতে দিতে দূতাবাসের দিকে এগোতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষার জন্য ওই এলাকায় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভকারীরা দাবী করছেন, জুলাইয়ের অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক।s
Comments
Comments