[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

প্রকাশঃ
অ+ অ-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

৩০০ সংসদীয় আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা–চট্টগ্রাম–খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের আসনগুলো এবং খুলনা নগরের একটি আসন বাদে ৬৪ জেলার জেলা প্রশাসক নিজ নিজ জেলার সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ঢাকা মহানগরের আসনগুলোর মধ্যে ঢাকা–১৩ ও ঢাকা–১৫ ছাড়া বাকি সব আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ঢাকার বিভাগীয় কমিশনার। এই দুই আসনে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ঢাকা জেলার সব আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন ঢাকার জেলা প্রশাসক।

চট্টগ্রাম মহানগর–সংশ্লিষ্ট আসনগুলোর মধ্যে চট্টগ্রাম–৪, ৫, ৮, ৯ ও ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম–১১ আসনে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এর বাইরে চট্টগ্রামের অন্য সব আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

এ ছাড়া খুলনা–৩ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এদিকে বুধবার আদালতের রায়ের পর বাগেরহাটের চারটি এবং গাজীপুরের পাঁচটি আসন পুনর্নির্ধারণ করে সংশোধিত সীমানার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন