[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগে রাকসুর জিএস আম্মারের আলটিমেটাম

প্রকাশঃ
অ+ অ-
রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার | ছবি: সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী সমর্থিত ডিনদের আজ বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ করার সময় বেঁধে দিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। 

বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ গ্রুপে পোস্ট দিয়ে এ কথা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামীকাল শুক্রবার চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে এবং ‘বাকিটা বুঝিয়ে দেব’।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১২টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে ছয়জন নির্বাচিত হন। বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের মেয়াদ শেষ হয়েছে। তবে উপাচার্য ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ডিনদের দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছেন।

দায়িত্বে থাকা আওয়ামীপন্থী ডিনরা হলেন—আইন অনুষদের আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদে এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে এস এম এক্রাম উল্ল্যাহ, প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদে এ এইচ এম সেলিম রেজা।

ফেসবুকে পোস্টে আম্মার লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ডিনদের অপসারণ করা হয়নি। নির্বাচিত হওয়ায় পুরো দেড় বছর প্রশাসন তাদের দায়িত্বে রেখেছে। গতকাল তাদের মেয়াদ শেষ হয়েছে, তবে প্রশাসন আবার সময় বাড়িয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘আজ সময় দিলাম সম্মানের সঙ্গে পদত্যাগের জন্য। আগামীকাল অফিসে গিয়ে বাকিটা বুঝিয়ে দেব।’

তবে আওয়ামীপন্থী ডিনরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ডিনরা এবং উপাচার্যই দায়িত্ব পালন করেন। এটি নির্বাচিত পদ হওয়ায় তারা ইচ্ছা করেও পদত্যাগ করতে পারছেন না। এ বিষয়ে উপাচার্যকেই সিদ্ধান্ত নিতে হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস এম এক্রাম উল্ল্যাহ বলেন, ‘উপাচার্য আমাদের পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব দিয়েছেন। তবে যেহেতু মেয়াদ শেষ হয়েছে, ব্যক্তিগতভাবে আর এই পদে থাকার ইচ্ছা নেই।’

সালাহউদ্দিন আম্মারের হুমকির বিষয়ে জানতে চাইলে এক্রাম উল্ল্যাহ বলেন, ‘আমাদের পদত্যাগের কোনো ব্যক্তিগত অধিকার নেই। উপাচার্য চাইলে ইচ্ছে মত পদত্যাগের সিদ্ধান্তের জন্য আরেকটি চিঠি দিতে পারেন।’

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এ এস এম কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের কথা বলা ঠিক নয়। উনি (আম্মার) চাইলে উপাচার্যকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলতে পারেন।’

উপাচার্য সালেহ্ হাসান নকীবের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন