[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রূপপুরে ফায়ার সার্ভিসের তেজস্ক্রিয় প্রশিক্ষণ

প্রকাশঃ
অ+ অ-
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন নেভানোর বিশেষ প্রশিক্ষণ চলাকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয় ঝুঁকিপূর্ণ এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রকল্প এলাকায় চলা ১৪ দিনব্যাপী এই কার্যক্রম ২৩ নভেম্বর শেষ হয়।

বাংলাদেশ অগ্নিনির্বাপণ ও নাগরিক সুরক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগ উপপ্রধান মো. মনিরুজ্জামান শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের এমন ঝুঁকিপূর্ণ এলাকায় আগুন নেভানোর দক্ষতা বাড়ানো, যেখানে তেজস্ক্রিয়া, রাসায়নিক, বৈদ্যুতিক বা বিস্ফোরকের ঝুঁকি থাকতে পারে।’ প্রশিক্ষণ কার্যক্রম ১০ নভেম্বর থেকে শুরু হয়।

এতে দায়িত্বে ছিলেন প্রশিক্ষণ বিভাগের প্রধান গোলাম শাহীনুর ইসলাম ও উপপ্রধান মো. মনিরুজ্জামান। অগ্নি সুরক্ষা বিভাগের প্রশিক্ষক সৈয়দ নাজমুল হোসেন পরিচালনায় সহায়তা করেন।

মনিরুজ্জামান জানান, প্রথম পর্যায়ে ২৩ জন ফায়ার সার্ভিস সদস্য প্রশিক্ষণে অংশ নেন। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে আরও ১২ জনের প্রশিক্ষণ চলছে।

প্রশিক্ষক সৈয়দ নাজমুল হোসেন বলেন, 'প্রশিক্ষণের দ্বিতীয় সপ্তাহে প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অগ্নিনির্বাপণ যান ব্যবহার করে বাস্তবধর্মী অনুশীলন করেছেন।' 

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরি করা এবং বিকিরণ ঝুঁকিপূর্ণ পরিবেশে জরুরি সাড়া দেওয়ার ক্ষমতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন