নেত্রকোনার সাবেক উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার গ্রেপ্তার
![]() |
| দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার | ছবি: সংগৃহীত |
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার গ্রেপ্তার হয়েছেন। বুধবার সকাল সাড়ে আটটায় ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। বিষয়টি প্রথম আলোকে মুঠোফোনে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নাসরিন সুলতানা।
জান্নাতুল ফেরদৌস নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোনা-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। পরে নেত্রকোনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীকে নির্বাচন করেন, কিন্তু আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহির কাছে পরাজিত হন। গত বছরের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুটি মামলা হয়। এরপর তিনি এলাকা ছেড়ে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। আজ সকালে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি। তবে তাঁকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

Comments
Comments