[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭

প্রকাশঃ
অ+ অ-
সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর বাসভবনে অভিযান চালায় পুলিশ। আজ বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটের চশমা হিলে | ছবি: পদ্মা ট্রিবিউন

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরের বাসভবনে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে। মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় এই অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযানের পর বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কর্মসূচিতে যোগ দিতে কয়েকজন এখানে জড়ো হচ্ছেন বলে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছিল। সেই সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ বলেছে, ২ নম্বর গেট এলাকায় মহিবুল হাসানের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। এটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ, তবে অনলাইনে তারা খাবার বিক্রি করে আসছিলেন। আটক সাতজন ওই রেস্তোরাঁয় কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে কিছু লোক এখানে জড়ো হচ্ছে। তথ্য ছিল, এখানে যারা জড়ো হচ্ছেন, তাদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন