মাছ খাওয়ায় বিড়ালকে গলা কেটে হত্যা
![]() |
| বিড়ালের মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গতকাল রাতে আদমদীঘি থানায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত নারীর নাম বুলবুলি বেগম (২৬)। তিনি আদমদীঘির দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন।
অভিযোগে বলা হয়েছে, কয়েক দিন আগে বুলবুলি বেগমের বাড়িতে একটি বিড়াল ঢোকে এবং রান্না করা মাছ খেয়ে ফেলে। মঙ্গলবার রাতে বিড়ালটি আবার তাঁর ঘরে ঢোকে। এতে ক্ষিপ্ত হয়ে বুলবুলি বিড়ালটিকে ধরে বঁটি দিয়ে গলা কেটে ফেলেন এবং পরে সেটি একটি ধানখেতে ফেলে দেন।
ঘটনা জানার পর প্রতিবেশী ইসাহাক আলীর স্ত্রী শামছুন্নাহার মিনা বুধবার সকালে বিড়ালের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেন। তিনি সেটি বরফে রেখে পুলিশে খবর দেন। পরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।
শামছুন্নাহার মিনা জানান, এক মাস আগে তিনি বাবার বাড়ি থেকে ছয়টি পোষা বিড়াল নিয়ে এসেছিলেন। যে বিড়ালটি মারা গেছে, সেটি তাঁদের সঙ্গেই থাকত।
আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, মৃত বিড়ালের দেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন। অভিযোগ সত্য হলে জড়িত নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, মৃত বিড়ালটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রচলিত আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ করলে বা এতে সহায়তা করলে দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন