[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেক রহমানের মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিক্রিয়া

প্রকাশঃ
অ+ অ-

‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: পদ্মা ট্রিবিউন

গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যকে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, 'একজন রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রাখছেন, উনি বলছেন গণভোটের চেয়ে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ। হয়তো তাঁর অজ্ঞতা রয়েছে। যদি উনি বুঝতেন, যে লোককে এমপি হিসেবে মনোনয়ন দিচ্ছেন, সেই ব্যক্তি কৃষকদের ওপর চাপ দিয়ে আলুর দাম বাড়াচ্ছে।' 

তারেক রহমানের বক্তব্যকে ‘নিজের লোক দিয়ে সবকিছুর দাম বাড়িয়ে তারপর কৃষকদের ওপর দায় চাপানো’ হিসেবে উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, 'এটা একটা অপরাজনীতি। গত ১৫ বছরে এই অপরাজনীতি চলেছে। এটা বন্ধ করতে হবে। ভবিষ্যতে যারা রাজনীতি করবেন, আমরা তাঁদের আহ্বান জানাই—শালীন হোন, যথেষ্ট সংযম দেখান।' 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেছে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তি। তবে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এখনো হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের তারিখ ঘোষণাকে (১৭ নভেম্বর) ‘বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে আখ্যা দেন নাসীরুদ্দীন। তিনি বলেন, এই রায়ের আগে আওয়ামী লীগ অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভীতি ছড়িয়েছে। গত ১৫ বছরে তারা যে অর্থনৈতিক কাঠামো লুট করেছে, সেই টাকা দিয়ে তারা ককটেল ফোটিয়েছে এবং বাসে আগুন দিয়েছে।

১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় হবে, সেখানে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, বর্তমান সংবিধানের পদ্ধতিগুলোতে প্রধানমন্ত্রী সরকারের প্রতিটি শাখাকে কুক্ষিগত ও রাজনীতিকরণ করতে পারেন। এই প্রতিষ্ঠানগুলো শুধু ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায় থাকা ব্যক্তিদের সুবিধা দেয়, যারা বলয়ের বাইরে, তাদের সুবিধা দেয় না।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, 'জুলাই সনদের মাধ্যমে আমরা যেটুকুই অর্জন করতে পেরেছি, সেটাকে হারাতে চাই না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সরকারকেই জারি করতে হবে।' 

সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, যুগ্ম সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, কৃষক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী হাফসা জাহান ও সাঈদ উজ্জ্বল, সংগঠক সুলতান হোসেন, মো. শাহজাহান, মাসুদ রানা, মো. রাসেল হোসেন এবং মো. জসীম উদ্দিন প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন