[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধামরাই ও নওগাঁয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় নাশকতার চেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকার ধামরাই ও নওগাঁর রানীনগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রলবোমা হামলা করা হয়।

এ ছাড়া গতকাল মঙ্গলবার রাতে রানীনগর উপজেলায় ব্যাংকটির কচুয়া বাজার শাখার সামনে অগ্নিসংযোগ করা হয়। তবে ওই দুই শাখায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আজ ভোর সাড়ে চারটার দিকে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। ব্যাংকটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। পেট্রলবোমাটি ভবনের দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপর পড়ে আগুন লেগে যায়। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পেট্রলবোমা পাশের টিনশেড কক্ষের চালার ওপর পড়ে আগুন ধরে যায়। পরে একজন নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন পানি ও বালু দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

বাজারের নৈশপ্রহরী সেলিম মিয়া বলেন, ‘ভোরে ব্যাংকের সামনে আগুন দেইখা সবাইরে ডাক দিছি। সবাই আইলে আমরা আগুন নিভাইছি। পরে পুলিশ আইসা তদন্ত কইরা কাচের টুকরা পইড়া আছিল, ওগুলা নিয়া গেছে।’

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধামরাই থানা এলাকায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে।’

নওগাঁর রানীনগর উপজেলার গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা অফিসের সামনে গতকাল রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা লোটাস হোসেনের বাসা অফিসের পাশে। তিনি জানান, আজ ভোরে ঘুম থেকে উঠে ব্যাংকের সামনে ধোঁয়া উঠতে দেখেন। আগুন লাগার কারণ জানতে চাইলে নৈশপ্রহরী জানান, রাতের কোনো এক সময় ব্যাংকের সামনের রাস্তায় আগুন জ্বলে ওঠে। পরে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয়।

নওগাঁর রাণীনগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখার সামনে মঙ্গলবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা | ছবি: পদ্মা ট্রিবিউন

লোটাস হোসেন জানান, আগুন লাগার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ও পুলিশকে অবহিত করা হয়। সকালে স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ব্যাংকের পক্ষ থেকে থানায় একটি জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে রানীনগর থানার ওসি আবদুল হাফিজ মো. রায়হান দাবি করেছেন, ‘গ্রামীণ ব্যাংকের সামনে আগুনের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আগুন লাগার কোনো প্রমাণ পাইনি। তবে ব্যাংকের ওই শাখার প্রায় ১০০ গজ দূরে ধোঁয়া উঠছিল। এটি শীত নিবারণের জন্য রাতের বেলা কে বা কারা হয়তো আগুন দিয়েছিল। তারপরও বিষয়টি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন