[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়লো বিএসএফ, বিজিবির প্রতিবাদ

প্রকাশঃ
অ+ অ-
লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিনটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে। বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরে পতাকা বৈঠক করে এর প্রতিবাদ জানিয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের ৮৫৪ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ সদর থানার ভেল্কু লতামারী এলাকায় বিএসএফের সদস্যরা আজ ভোর ৫টা ২০ মিনিটে তিনটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এতে সীমান্ত এলাকার মানুষজন আতঙ্কিত হন।

ঘটনার পর বিজিবির বুড়িমারী কোম্পানি ও শ্রীরামপুর বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। পরে পতাকা বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বিজিবি।

বৈঠকে বিজিবি বিএসএফকে বলেছে, এমন পদক্ষেপ নেওয়ার আগে সমন্বয় ও যোগাযোগ জোরদার করতে হবে। অন্যদিকে বিএসএফ জানিয়েছে, ওই সীমান্ত দিয়ে সাত থেকে আটজনের একটি গরু চোরাকারবারি দল ভারতে প্রবেশ করে। তাঁদের ধাওয়া দিতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ছুড়েছে বিএসএফ।

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে। ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম সাংবাদিকদের বলেন, 'বিএসএফ যদি সীমান্তে চোরাচালানের চেষ্টা দেখে আমাদের জানায়, আমরা দ্রুত ব্যবস্থা নেব। কোনো অবস্থাতেই সীমান্তে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন