[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন

প্রকাশঃ
অ+ অ-
নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিবন্ধনপ্রাপ্ত দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি। আজ মঙ্গলবার রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, এই তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি–আপত্তি আহ্বান জানানো হবে। আগামীকাল বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। যদি কেউ দাবি–আপত্তি জানাতে চায়, তা ১২ নভেম্বরের মধ্যে করতে হবে। সব দাবি–আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে।

এর আগে ৩০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে জাতীয় লীগকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। ইসি জানিয়েছে, দলের ধারাবাহিকতা ও অতীত রাজনৈতিক কার্যক্রম যাচাই করার পর দেখা গেছে জাতীয় লীগের কার্যক্রম পর্যাপ্ত নয়।

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার জন্য অবশ্যই নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। বর্তমানে ইসিতে নিবন্ধিত ৫৩টি দল আছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য ইসিতে ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে ১২১টি আবেদন বাতিল হয়। বাকি ২২ দলের বিষয়ে সরেজমিন তদন্ত করা হয়। তার মধ্যে শেষ পর্যন্ত তিনটি দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছে, যার কপি ইসির কাছে আসার অপেক্ষায় রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন