[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আবাহনীর ওপরও ফিফার নিষেধাজ্ঞা

প্রকাশঃ
অ+ অ-
আবাহনী ও ফিফার লোগো | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের বড় ক্লাবগুলো একের পর এক ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়ছে।

বসুন্ধরা কিংস ও মোহামেডানের পর এবার ঢাকা আবাহনী লিমিটেডের ওপরও খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।

আবাহনী গত বছর ৫ আগস্টের আগে তিনজন বিদেশি ফুটবলারকে চুক্তিবদ্ধ করেছিল। সরকারের পরিবর্তনের পর ক্লাবটি হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরে তাঁদের সঙ্গে চুক্তি বাতিল করে।

এই তিন বিদেশি ফুটবলারদের একজন ফিফায় অভিযোগ করেন। জানা গেছে, তাঁর পাওনা ৬০ হাজার ডলারের বেশি।

ফিফা জানিয়েছে, চুক্তি বাতিল দুই পক্ষের সম্মতিতে হওয়া উচিত ছিল। কিন্তু আবাহনী একতরফাভাবে চুক্তি বাতিল করায় ক্লাবটি শাস্তির মুখে পড়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন