[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আহমদিয়া সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবি নাগরিক কোয়ালিশনের

প্রকাশঃ
অ+ অ-
বিবৃতি | প্রতীকী ছবি

নাগরিক কোয়ালিশন আহমদিয়া সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানিয়েছে। শনিবার কোয়ালিশনের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলনে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে নানা বক্তব্য ও হুমকি দেওয়া হয়েছে। দেশের কিছু বড় ও মূলধারার রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে ভোটের প্রতিযোগিতায় তুষ্টিবাদী রাজনীতির অংশ হিসেবে আহমদিয়াদের প্রতি বিষোদ্গার করছে। এটি খুবই উদ্বেগজনক বিষয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করছি, এই সংকটকালে বাংলাদেশের জাতীয় জীবনকে অস্থিতিশীল করতে পারে এমন যেকোনো গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকা; বিশেষ করে যারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক ঘৃণা ও সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করে।’

সংবিধান অনুযায়ী দেশের অন্য যেকোনো নাগরিকের মতোই আহমদিয়াদের ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের সব নাগরিকের জন্য এই অধিকার রক্ষায় আমরা অটল থাকব।’

এছাড়া বলা হয়েছে, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো শ্রেণি, বর্ণ, লিঙ্গ, জাতিসত্তা ও ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব নাগরিকের মৌলিক অধিকার প্রচার ও সুরক্ষায় সরব থাকা। আমরা বিশ্বাস করি, এই মৌলিক সাম্যই হতে হবে জুলাই ২০২৪–পরবর্তী বাংলাদেশের ভিত্তিপ্রস্তর।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন