নারায়ণগঞ্জে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা
![]() |
| পিটিয়ে হত্যা | প্রতীকী ছবি |
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. পারভেজ (৩০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখনও কোনো মামলা হয়নি। পুলিশও কাউকে আটক করতে পারেনি।
পারভেজের পরিবার দাবি করেছে, তাঁকে চোর আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার ভোরে উপজেলার সোনাচড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে চুরির অভিযোগে পারভেজকে পেটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
পারভেজ সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাস্ট্যান্ড এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি উপজেলার রামনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং নির্মাণশ্রমিকের কাজ করতেন।
পারভেজের স্ত্রী খাদিজা আক্তার বলেন, ভোরে কয়েকজন মিলে তাঁর স্বামীকে ‘চোর’ আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছেন। পারভেজ চুরির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন না, তিনি শুধু নির্মাণশ্রমিকের কাজ করতেন। খাদিজা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
পারভেজের প্রতিবেশী নাজমা আক্তার বলেন, পারভেজকে কখনো খারাপ কাজে দেখেননি। কেউ অপরাধী হলেও এভাবে পিটিয়ে হত্যা করা ঠিক নয়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মরদেহ দাফনের পর পরিবার মামলা করার জন্য থানায় আসবেন বলে জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, পারভেজের বিরুদ্ধে মাদকের ছয়টি মামলা আছে। তবে ওই দিন কেন তাঁকে পিটিয়ে হত্যা করা হলো, তা এখনো স্পষ্ট নয়। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

Comments
Comments