[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন: ৪ দিন পর মারা গেলেন দগ্ধ চালক

প্রকাশঃ
অ+ অ-
পারভেজ খান | ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত চালকের ছেলে সুমন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবালয় থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, মানিকগঞ্জ শহরে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য এই বাস ব্যবহার করা হতো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের পাশে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পদচারী–সেতুর নিচে বাসটি পার্ক করা হয়। পাহারার জন্য চালক পারভেজ বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন।

দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ গুরুতর দগ্ধ হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় বাসের মালিক আশরাফুল ইসলাম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

আজ বেলা ১১টার দিকে চালকের ছেলে সুমন খান বলেন, ‘অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। দুই দিন সিসিইউতে চিকিৎসা চলেছিল। গত শনিবার দুপুর ১২টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সেখানে বাবার মৃত্যু হয়।’

শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, ‘দগ্ধ বাসচালক মারা গেছেন। এর আগে এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জড়িত অন্যান্যদের ধরার চেষ্টা চলছে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন