এই সরকার ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত থাকবে: বন্দরের চুক্তি নিয়ে আনু মুহাম্মদ
| অধ্যাপক আনু মুহাম্মদ | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। অস্বাভাবিক দ্রুত গতিতে এই চুক্তি করেছে সরকার। বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের চুক্তির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, গোপনীয়তা, অস্বচ্ছতা এবং অতিরিক্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে এই চুক্তি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক আজ সোমবার তাঁর ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্টে লিখেছেন:
‘গোপনীয়তা, অস্বচ্ছতা এবং অতিরিক্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে এই সরকার বিদেশি কোম্পানি এবং তাদের দেশি হিটম্যানদের স্বার্থে চট্টগ্রাম বন্দর নিয়ে যেভাবে চুক্তি করছে, তাতে ইতিহাসে এরা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত থাকবে। আর যেসব রাজনৈতিক দল দিনরাত সরকারের সঙ্গে দেনদরবার, হাসিঠাট্টা এবং ফটোসেশনে সময় দিয়েছে কিন্তু এসব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও তার অস্বচ্ছ প্রক্রিয়ার বিরুদ্ধে একটুও শব্দ করেনি, তাদেরকেও এই বিশ্বাসঘাতকতার দায় বহন করতে হবে।’
একটি মন্তব্য পোস্ট করুন