[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খতমে নবুওয়তের মহাসম্মেলন থেকে ১ দফা দাবিতে বছরজুড়ে কর্মসূচি ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন চলছে। আজ শনিবার সকাল ৯টায় এই সম্মেলন শুরু হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন থেকে বছরের জন্য কর্মসূচি ঘোষণা করেছে খতমে নবুওয়ত বাংলাদেশ। এই কর্মসূচি মূলত ‘কাদিয়ানি’দের অমুসলিম ঘোষণা করার দাবি নিয়ে ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলনের মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্‌ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, “কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না হলে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আলেম ও ওলামা ও তৌহিদী জনতার মধ্যে গণস্বাক্ষর সংগ্রহ; মে ও জুন মাসে দেশের প্রতিটি জেলার ডিসিকে স্মারকলিপি দেওয়া; এবং জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাস ধরে প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন আয়োজন।

এরপরও যদি দাবি আদায় না হয়, তাহলে পরবর্তী কর্মপন্থা নির্ধারণের জন্য দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ডিসেম্বরে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করবে খতমে নবুওয়ত।

সম্মেলনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামি দলের নেতারা বক্তব্য দেন। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব, মধুপুর) সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমানও বক্তব্য রাখেন।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি; ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি এবং মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিমও এই সম্মেলনে অংশ নেন।

দেশের শীর্ষস্থানীয় ওলামাদের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। 

পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়তের আন্তর্জাতিক মহাসম্মেলনে | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশে আগে হয়তো বিক্ষিপ্তভাবে আয়োজন হলেও এবারই প্রথম আন্তর্জাতিক সম্মেলন করেছে খতমে নবুওয়ত। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেমরা এই সম্মেলনে অংশ নেন। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ এই আয়োজনের দায়িত্বে ছিল এবং তত্ত্বাবধানে ছিল খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি।

সারা দেশ থেকে খতমে নবুওয়তের নেতা-কর্মীরা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। সড়কে শৃঙ্খলা রক্ষায় ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন