[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১

প্রকাশঃ
অ+ অ-
বাংলা একাডেমির দিক থেকে টিএসসির দিকে যাওয়ার পথটিতে এ বিস্ফোরণ ঘটে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। রাত পৌনে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে তিনি বলেন, “টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে। ককটেল বিস্ফোরিত হয়ে স্প্লিন্টার আমার পিঠে লাগে।”

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তিনি সামান্য আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, 'আমি ফুটপাতের পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল এসে পড়ে। এতে আমার মোটরসাইকেলের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।'

প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে টিএসসিতে চলমান প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ ককটেলগুলো ছুড়েছে। ঘটনার পরে সেখানে প্রক্টোরিয়াল টিম পাঠানো হয়েছে। পুলিশ উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, 'রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে।' তিনি বলেন, 'বাংলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা অনুমান করছি, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণের পর পালিয়ে গেছেন।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন