[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মৌলভীবাজারে বৃদ্ধকে কুপিয়ে জখম

প্রকাশঃ
অ+ অ-
প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ীতে রামগোপাল পাশী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে একজন যুবক। রোববার দুপুরে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি চা-বাগান এলাকায় ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুরেন্দ্র বুনার্জী (৩২) নামে এক যুবককে আটক করেছে। তার বাড়িও একই এলাকায়। তবে হামলার কারণ জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে রামগোপাল পাশী গবাদিপশু নিয়ে বাড়ির পাশে চরাতে যাচ্ছিলেন। এ সময় সুরেন্দ্র হঠাৎ ঘর থেকে ধারালো দা নিয়ে বের হয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে রামগোপালের দুই হাত, পিঠ ও কানে ছয়টি কোপ লাগে। রামগোপালের ছেলে রাজেন পাশী বাধা দিতে গেলে সুরেন্দ্র তার বাঁ হাতেও কোপ দেয়। পরে আশপাশের লোকজন এসে সুরেন্দ্রকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নেয়। আহত রামগোপাল ও রাজেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দীপঙ্কর দাস বলেন, রামগোপালের প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সিলেটে স্থানান্তর করা হয়। আহত রাজেনের হাতে আটটি সেলাই লেগেছে।

আহত রাজেন পাশী বলেন, ‘আমার বাবা বা পরিবারের কারও সঙ্গে সুরেন্দ্রর কোনো বিরোধ ছিল না। হঠাৎ কেন এমন করলেন, বুঝতে পারছি না।’

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) উস্তার মিয়া বলেন, 'সুরেন্দ্র স্থানীয় একটি করাতকলের শ্রমিক ছিলেন। কয়েক দিন ধরে মানসিকভাবে অসুস্থ বলে তার স্বজনেরা জানিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন