[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৩ ঘণ্টার প্যারোলে এসে স্ত্রীর জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

প্রকাশঃ
অ+ অ-
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান। শনিবার বিকেলে আইলপাড়া মাদ্রাসা মাঠ | ছবি: পদ্মা ট্রিবিউন 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন। শনিবার দুপুরে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে ছাড়া হয়। পরে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া মাদ্রাসা মাঠে স্ত্রীর জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।

মতিউর রহমান নারায়ণগঞ্জের আওয়ামী লীগ-দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে।

 প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন  মতিউর রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতিউর রহমানের স্ত্রী রোকেয়া রহমান (৪৮) গতকাল শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্ত্রীর মৃত্যুর পর শেষবারের মতো তাঁকে দেখার সুযোগ দিতে মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিন ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করেন।

আজ দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে মতিউর রহমান পুলিশ প্রহরায় আইলপাড়ার নিজ বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর তিনি কান্নায় ভেঙে পড়েন। স্ত্রীর জানাজায় অংশ নিয়ে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে রয়েছি। এর ভেতর গতকাল আমার স্ত্রী মারা গেছেন। তার সঙ্গে আমি ৩২ বছরের সংসার জীবন কাটিয়েছি। সে সবসময় আমাকে আগলে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত আমার বড় ভাই যখন মারা যান, তখনও আমি কারাগারে ছিলাম। আজকের মতো সেই সময়ও আপনারা সব কিছু করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমার স্ত্রী যদি চলার পথে আপনার সঙ্গে কোনো ভুল বা খারাপ আচরণ করে থাকেন, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। দোয়া করবেন। আমি তার জানাজায় অংশ নিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক।’

পরে স্ত্রীর জানাজা ও দাফন শেষে তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

স্ত্রীর জানাজা ও দাফন শেষে তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছিলেন মতিউর রহমান। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন