বড়াল নদে ডুবে যাচ্ছিল বন্ধু, উদ্ধার করতে গিয়ে দুজনেরই মৃত্যু
![]() |
| রাজশাহী চারঘাটে বড়াল নদে ডুবে যাওয়া দুই কিশোরের উদ্ধারকাজ দেখতে নদের দুই পাড়ে মানুষেরা ভিড় করেন। আজ সোমবার দুপুরে রাজশাহীর চারঘাটে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহীর চারঘাটে বড়াল নদের পানিতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে বেলা দেড়টার দিকে বন্ধুরা নদে গোসল করতে নেমেছিল। সাঁতার না জানা একজন ডুবে যাচ্ছিল। তাকে উদ্ধারে গিয়েছিলেন সাঁতার জানা আরেক বন্ধু। শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়।
মৃত দুই বন্ধুর নাম রিহান ইসলাম (১৭) ও মাহিদ হোসেন (১৭)। তারা উপজেলার থানাপাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ দিনের বেশির ভাগ সময় একসঙ্গে থাকত। আজ তারা কয়েকজন বন্ধু নদের পাড়ে ফুটবল খেলার পর বড়াল নদে গোসল করতে নেমেছিল। বড়াল নদে এখন পানি কম থাকলেও কিছু জায়গায় গভীরতা বেশি।
মাহিদ সাঁতার জানলেও রিহান জানত না। নদে একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় রিহান ডুবে যাওয়ার উপক্রম হলে মাহিদ উদ্ধার করতে গেলে তিনি-ও ডুবে যান। সঙ্গে থাকা অন্য বন্ধুরা আসার আগেই তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। আড়াই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের চেষ্টা করে দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াল নদের পাড়জুড়ে স্থানীয়রা আহাজারি ও দোয়া করতে দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দেরি হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘ প্রচেষ্টার পর মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা নির্দিষ্ট সময় ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু জেলা স্টেশন থেকে ডুবুরি দল আসতে কিছুটা সময় লাগায় উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়েছে।’

একটি মন্তব্য পোস্ট করুন