[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যশোরে যুবদল নেতা আটক, বাড়ি থেকে ককটেল-পেট্রলবোমা উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

আটক যুবদল নেতা আল মাসুদ রানা | ছবি: পদ্মা ট্রিবিউন

যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রলবোমা ও কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আল মাসুদ রানা নামের ওই যুবদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের রায়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক আল মাসুদ শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পাই, রানার বাড়িতে বোমা ও অস্ত্র রাখা আছে। খবর পেয়ে সকাল সাড়ে ছয়টায় আমরা অভিযানে যাই। রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাচের বোতলে পেট্রলবোমা সদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। এসব অস্ত্র আল মাসুদ রানার কি না, তা পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, ‘আল মাসুদ রানা অস্ত্রসহ আটক হওয়ার খবর শুনেছি। ও অনেকদিন ধরে রাজনীতি করছে। এই ধরনের ছেলে নয়, রানা। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না, ব্যক্তির দায় দল কখনো নেবে না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন