[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিজয় দিবসে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা। ২৯ নভেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন 

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মশাল রোড শো শুরু হবে। এই উদ্‌যাপন কর্মসূচি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে।

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশ ও জনগণের বিজয়ের আনন্দ আরও বর্ণিল এবং অর্থবহ করতে এবারও সারা দেশে সাড়ম্বরে ৫৫তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করতে বিএনপি আলোচনা সভা, বিজয়ের রোড শোসহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিশেষ কর্মসূচি ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল জানান, চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। ঐতিহাসিক এই বেতারকেন্দ্র থেকেই এবারের ‘বিজয় মাস’ উদ্‌যাপন শুরু হবে। ১ ডিসেম্বর কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু হয়ে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে। মশাল বহন করবেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা। তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা অর্জনের জন্য ছিল এবং ২০২৪ হলো দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার বছর।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব আরও জানান, পরবর্তী সময়ে সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং কুমিল্লা ও ফরিদপুরে বিজয় মশাল রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি স্থানে মশাল বহন করবেন সংশ্লিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা।

মির্জা ফখরুল জানান, দুই সপ্তাহের এই বিশেষ ‘রোড শো’ চলাকালীন বিভিন্ন বিভাগের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান পরিবেশন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচিত বক্তব্য প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তথ্যচিত্র প্রদর্শন হবে।

তিনি বলেন, জনগণের সামনে তুলে ধরা হবে একটি নিরাপদ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা কর্মসূচি। এই পুরো আয়োজনে থাকবে বিএনপির থিম সং—‘সবার আগে বাংলাদেশ’।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন