[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাগেরহাটের সংসদীয় আসন নিয়ে রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর শুনানি ১৬ নভেম্বর

প্রকাশঃ
অ+ অ-
বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা এবং আগের মতো চারটি আসন পুনর্বহালের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির দিন ১৬ নভেম্বর ধার্য করা হয়েছে। শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। এর মধ্যে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ১০ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে তিনটিতে কমানোর নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে আগের মতো চারটি আসন পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

এই রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশন এবং গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. সালাহ উদ্দিন সরকার পৃথক আবেদন করেন। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি করেন। রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং সালাহ উদ্দিন সরকারের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। চেম্বার আদালত ১৬ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন এবং এর মধ্যে স্থিতাবস্থা বজায় রাখতে পক্ষ দুটিকে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনকারীরা জানান, আগে বাগেরহাটে চারটি আসন ছিল, যার একটি কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। বাগেরহাট-৪ আসন বাদ দিয়ে গাজীপুর-৬ আসন করা হয়।

নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর এ–সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিনটি আসনে ভাগ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। পরে চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে ১০ নভেম্বর রায় দেওয়া হয়।

রিটটি করেন বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং ২০১৮ সালের নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির প্রার্থী মো. শেখ মাসুদ রানা।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন