সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল থেকে আটক ৩
![]() |
| সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
সিলেটে এক বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
সমাবেশটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন (সুমন)সহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতা–কর্মীদের ‘গণগ্রেপ্তার ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার প্রতিবাদে’।
সম্প্রতি সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। ওই আন্দোলনে সংগঠক হিসেবে বাসদ ও সিপিবির নেতারা যুক্ত থাকার অভিযোগ এসেছে।
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় বাসদ কার্যালয় থেকে ২২ নেতা–কর্মীকে আটক করে পুলিশ। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে শহরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে সিপিবির সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণগ্রেপ্তার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রতিবাদের জন্য আজ বিকেল সাড়ে পাঁচটায় চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়নের তিন নেতাকে আটক করা হয়।
মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানিয়েছেন, আটক তিনজন হলেন ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জুবায়ের আহমেদ এবং শান্ত তালুকদার।

Comments
Comments