[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে

প্রকাশঃ
অ+ অ-
তীব্র শীত ও কুয়াশার প্রভাব পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশের উত্তরাঞ্চলে হিমেল হাওয়ায় শীত বেশ জেঁকে বসেছে। ভোরে ঠান্ডা হাওয়া থাকলেও কুয়াশা তেমন নেই। তাপমাত্রা আবার নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। সকালটা বেশ শীতল থাকলেও সূর্য ওঠার পর মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে।

আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত শীত বেশি থাকে। তবে রোদ উঠলে চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত সপ্তাহজুড়ে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। গতকাল সোমবার ছিল ১৩ দশমিক ৪, রোববার ১২ দশমিক ৬, শনিবার ১৪ দশমিক ৭, শুক্রবার ১৪ দশমিক ৯, বৃহস্পতিবার ১৩ দশমিক ৯, বুধবার ১৪ দশমিক ৩ এবং মঙ্গলবার ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সদর হাসপাতালে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ ঠান্ডাজনিত অসুস্থতায় ভর্তি হচ্ছে। সন্তানের চিকিৎসা নিতে আসা কুসুম আক্তার বলেন, ‘রাতে শীত বেশি থাকে, সকালে ওঠার পর গা ঠান্ডায় জমে যায়। তবে রোদ উঠলেই কিছুটা আরাম পাওয়া যায়।’

ভ্যানচালক কামরুল ইসলাম বলেন, ‘ভোরে ঠান্ডা খুব লাগে, ভ্যান চালাতে কষ্ট হয়। রোদ উঠলে চলাফেরা সহজ হয়।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাত বাড়লেই শীত বাড়ে। সূর্য উঠলেই তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। আজ ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। নভেম্বরের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন