[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৬১ হাজার টন গম নিয়ে মার্কিন জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে

প্রকাশঃ
অ+ অ-
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরের এসেছে এমভি স্পার এরিস জাহাজ | ছবি: পদ্মা ট্রিবিউন   

যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬১ হাজার টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তির ভিত্তিতে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি স্পার এরিস’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এতে আরও জানানো হয়, সরকার থেকে সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির অধীনে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আনা হবে। এর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর দেশে আসে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর দ্রুত গম খালাসের ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন