[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধানমন্ডি ৩২ থেকে সরানো হলো খননযন্ত্র, বাড়ি রক্ষায় মোতায়েন সেনা-পুলিশ-বিজিবি

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের প্রবেশমুখে পুলিশ ও বিজিবির সতর্ক অবস্থান। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে আনা এক্সকাভেটর বা খননযন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাড়ির নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এই চিত্র দেখা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন গতকাল সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী 

বিক্ষোভকারীরা ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন, তবে সেগুলোকে বাড়ির কাছে নেওয়া যায়নি। সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেন। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১০টার পর বিক্ষোভকারীরা এলাকা ছাড়েন।

একদল বিক্ষোভকারী গতকাল সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন | ছবি: পদ্মা ট্রিবিউন

আজ সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা পাহারা দিচ্ছেন। বাড়ির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যারিকেডের সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, খননযন্ত্র দুটি গত রাতে সরিয়ে নেওয়া হয়েছে, বাড়ির নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়ির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন