জকসুতে এআই ব্যবহারে শিথিলতা, অপব্যবহারে ব্যবস্থা: নির্বাচন কমিশন
![]()  | 
| জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন | 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় এআই ব্যবহার করা যাবে না। ফয়সাল মুরাদ জানান, ছোট সংগঠনের তহবিল সীমিত। তারা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচারণা চালাতে চায়। তাই তারা চেয়েছে, এই বিষয়ে নির্বাচন কমিশন শিথিল নীতি গ্রহণ করুক।
মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি দেখা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখতে ভোটকক্ষের সব সিসিটিভি ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখা এবং ভোটকক্ষে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়া উচিত।
দাবির পরিপ্রেক্ষিতে জকসু নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, এআই ব্যবহার করে চরিত্র হনন ও অপপ্রচার হয়। এ কারণে আগে এটি নিষিদ্ধ ছিল। তবে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রচারে এআই ব্যবহারে শিথিলতা থাকবে, তবে অপব্যবহার করা যাবে না। সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত পরে আলোচনা করে নেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫-এর কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও ক্রিয়াশীল সংগঠনের নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন