[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কক্সবাজার–৪ আসনে বিএনপি প্রার্থী বদলের দাবি: টেকনাফে মশালমিছিল ও সড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-
কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে টেকনাফে দলের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থকদের মশাল মিছিল। রোববার রাতে টেকনাফ পৌর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছেন মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আবদুল্লাহর অনুসারীরা।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ পৌর এলাকার জিরো পয়েন্টের শাপলা চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়ে রাত আটটার দিকে পৌরসভার বাসস্টেশনের ঝরনা চত্বর সড়কে গিয়ে শেষ হয়। কর্মসূচি চলাকালে প্রায় আধা ঘণ্টা টেকনাফের প্রধান সড়কে যান চলাচল বন্ধ ছিল।

শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও এই আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, মনোনয়ন না পাওয়া মোহাম্মদ আবদুল্লাহ জেলা বিএনপির অর্থ সম্পাদক। বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে, যার মধ্যে শাহজাহান চৌধুরীকে কক্সবাজার–৪ আসনের প্রার্থী করা হয়।

বিক্ষোভকারীরা দলের ঘোষিত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। মিছিলে মশাল হাতে মোহাম্মদ আবদুল্লাহর পক্ষে স্লোগান দেন তাঁর সমর্থকেরা।

গত অক্টোবরে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মোহাম্মদ আবদুল্লাহ টেকনাফ ও উখিয়ায় কয়েকটি বড় সমাবেশ করেন। পরে শাহজাহান চৌধুরীকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলে আবদুল্লাহর অনুসারীরা প্রতিবাদে নামেন। গত দুই দিন ধরে তাঁরা টেকনাফের সড়কে কলাগাছ রোপণ করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। আজ রাতে তাঁরা মশাল মিছিল করে সড়ক অবরোধ করেন।

আবদুল্লাহর অনুসারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম বলেন, ‘তৃণমূলের মতামত উপেক্ষা করে শাহজাহান চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আবদুল্লাহকেই প্রার্থী করতে হবে।’

রাতের মশাল মিছিল নিয়ে জানতে বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘বড় দল হিসেবে যে কেউ মনোনয়ন চাইতে পারেন। তবে জনপ্রিয়তা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করেই একজনকে প্রার্থী ঘোষণা করা হয়। সে হিসেবেই দলের শীর্ষ নেতৃত্ব এবারও আমাকে প্রার্থী করেছেন। সবার এখন উচিত ধানের শীষের পক্ষে কাজ করা। কিন্তু রাতের বেলায় মশাল মিছিল করে সড়ক অবরোধ ও জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই ইতিবাচক নয়।’

টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘মোহাম্মদ আবদুল্লাহর সমর্থকদের মশাল মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও ভাঙচুর বা হামলার ঘটনা ঘটেনি।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন