[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কর্ণফুলীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দলের একাংশের কর্মীদের মশাল মিছিল। বৃহস্পতিবার রাতে উপজেলার বাদামতল এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন দলটির কর্মীদের একাংশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার বাদামতল এলাকায় এ কর্মসূচি হয়।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, আসনটিতে বিএনপির মনোনয়ন পাওয়া সরওয়ার জামালের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা রয়েছে। কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপিকর্মী কামরুল ইসলাম, মো. সায়েম, মো. মোরশেদ, মো. সাকিব, মো. ইউসুফ প্রমুখ।

এর আগে ১৩ এবং ২১ নভেম্বর একই দাবিতে বিক্ষোভ করেছিলেন দলটির একাংশের নেতা-কর্মীরা। তখন তাঁরা সরওয়ার জামালের কুশপুত্তলিকা দাহ করেন এবং ব্যানার–ফেস্টুনে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লিখিত অভিযোগ দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস এবং কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন