[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জনগণের সম্পদ বিদেশিদের দেওয়ার গোপন ও প্রকাশ্য তৎপরতা চালাচ্ছেন সরকারের উপদেষ্টারা: আনু মুহাম্মদ

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা আ ফ ম মাহবুবুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন, ১০ নভেম্বর ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন

সরকারের উপদেষ্টারা বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। কিন্তু তাঁরা আগের সরকারের মতোই কথা বলছেন। জনগণের সঙ্গে প্রতারণা করার চেষ্টা ও তৎপরতাও তাঁদের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়া জনগণের সম্পদ বিদেশিদের হাতে দেওয়ার নানা রকম গোপন ও প্রকাশ্য কার্যক্রমও চালাচ্ছেন তাঁরা।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা আ ফ ম মাহবুবুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদ এ কথাগুলো বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, সেটি বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে। টেন্ডার ছাড়া শেখ হাসিনা এই কোম্পানিকে দায়িত্ব দিতে চেয়েছিলেন। শেখ হাসিনার অসমাপ্ত প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের জোরজবরদস্তি দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা হুমকি দিয়েছেন, ‘যারা বিরোধিতা করছে, তাদের প্রতিহত করতে হবে। আমাদের যে পরিবহন উপদেষ্টা আছেন, তিনি এমন সব কথাবার্তা বলছেন, যেগুলোর মানে দাঁড়ায় জোরজবরদস্তি করে এসব প্রকল্প বাস্তবায়ন করা।’

আনু মুহাম্মদ আরও বলেন, এই সরকারের কিছু সংস্কার ও নির্বাচন করার কথা ছিল। কিন্তু তা নির্দিষ্ট কয়েকটি দলের মাধ্যমে পরিচালিত হয়েছে। এটি সমস্যার মূল কারণ। নির্দিষ্ট কয়েকটি দলের নিয়ন্ত্রণ ও পক্ষপাতের কারণে জটিলতা তৈরি হয়েছে। তার মানে, অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা পালন করা উচিত ছিল, তা বিকৃত হওয়ায় আজকের সমস্যা দেখা দিয়েছে।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, স্থায়ী সরকার না হলে আপনি স্টারলিংকের সঙ্গে চুক্তি কীভাবে করবেন? বছরের পর বছর ধরে এলএনজি আমদানির চুক্তি স্থায়ী সরকার ছাড়া কীভাবে করা সম্ভব? এসব আন্তর্জাতিক বহুজাতিক স্বার্থ বাস্তবায়নের উদ্দেশ্যে করা হচ্ছে এবং দেশের মধ্যে দক্ষিণপন্থীদের প্রতিনিধিত্ব এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে।

আলোচনা সভায় বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভুঁইয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, লেখকসহ অনেকে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন