[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশঃ
অ+ অ-
টানা দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। জেলাজুড়ে বাড়ছে শীতের অনুভূতি। বুধবার সকাল আটটায় পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। উত্তরের এই এলাকায় শীতের অনুভূতি বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, বুধবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকলেও সকাল সাড়ে সাতটার মধ্যে কুয়াশা কেটে ঝলমলে রোদ ওঠে।

এর আগে মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাহিরুল ইসলাম (৪২) বলেন, ‘এইবারের রাত সবচেয়ে ঠান্ডা লেগেছে। সকালের বাতাস খুবই শীতল। এবার পুরোপুরি শীতের দিন চলছে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে বলেন, তেঁতুলিয়ায় দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আকাশ পরিষ্কার, রাতে ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কমছে। দিনে রোদের কারণে কিছুটা উষ্ণতা বেড়েছে। তবে সন্ধ্যা থেকে সকালে শীত অনুভূত হয়।

তিনি আরও বলেন, এখন থেকে তেঁতুলিয়ার দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। চলতি নভেম্বরের শেষ দিকে থেকে ডিসেম্বরের শুরুতে এই এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন