[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

প্রকাশঃ
অ+ অ-

জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে আজ বুধবার ঘোষণা করা হবে। একই সঙ্গে জকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন জকসু প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান।

মোস্তফা হাসান বলেন, বুধবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখনই নির্বাচনের তারিখও জানা যাবে। এদিন নির্বাচনী আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।

গত ২৯ অক্টোবর জকসুর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মোস্তফা হাসান। চারজন শিক্ষককে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন আইন বিভাগের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের কানিজ ফাতেমা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জুলফিকার মাহমুদ এবং ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আনিসুর রহমান ইসলাম।

এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে ২৭ অক্টোবর জকসুর সংবিধি চূড়ান্ত হয়। সংবিধিতে বলা হয়েছে, জকসু শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ জাতীয় আন্দোলনের চেতনা প্রচার, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং মুক্তচিন্তার প্রসার ঘটাবে।

জাতীয় ছাত্রশক্তি চাইছে, জকসু ও হল সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হোক। সংগঠনটি মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেয়।

জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা চাই জকসু নির্বাচন ডিসেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে না হয়। জাতীয় সংসদ নির্বাচন ও জকসুকে একসঙ্গে করতে চাইছে ছাত্রদল। যদি কেউ জকসু বানচাল করতে চায়, আমরা তা কোনোভাবেই হতে দেব না। আজও আমরা প্রশাসনকে স্মারকলিপি দিয়ে আমাদের দাবি ও অবস্থান পরিষ্কার করেছি।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন