[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন, মহাসড়কও অবরুদ্ধ

প্রকাশঃ
অ+ অ-
বরিশাল–৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন। আজ শুক্রবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন

বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেলে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এই কর্মসূচি হয়।

‘বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিএনপির একাংশের নেতা–কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচির কারণে প্রায় এক কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করা হলেও বরিশাল–৩ আসনে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এতে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে হতাশা রয়েছে।

আজকের কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইসরত হোসেন তালুকদার। বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোহসীন আলম, জেলা যুবদলের সহসভাপতি মো. আওলাদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. কামাল সরদার, সেলিম সরদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন খান, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মো. পারভেজ মৃধা, মনিরুজ্জামান, মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আরিফুর রহমান, কৃষক দলের সহসভাপতি মো. মাহবুব আলম তালুকদার, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. আরিফুর রহমানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থার নেতা হিসেবে পরিচিত বেগম সেলিমা রহমান দীর্ঘদিন ধরে বরিশাল–৩ আসনের মানুষের পাশে আছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় আগামী জাতীয় নির্বাচনে তাঁকে মনোনীত প্রার্থী করা সময়ের দাবি। তাঁকে বাদ দিয়ে অন্য কারও হাতে মনোনয়ন গেলে তৃণমূলে বিভ্রান্তি তৈরি হবে, সাংগঠনিক শক্তি দুর্বল হবে এবং নির্বাচনের ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বক্তারা দ্রুত বরিশাল–৩ আসনে সেলিমা রহমানকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার দাবি জানান। মানববন্ধন শেষে অবস্থান কর্মসূচি ও একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক ঘুরে আসে।

দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে মনোনয়নের বিষয়ে চারজন আলোচনায় আছেন। তাঁদের মধ্যে সেলিমা রহমান ছাড়া অন্য তিনজন হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এবং বরিশাল জেলা বিএনপির সদস্য ও মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সাত্তার খান। তাঁদের মধ্যে সেলিমা রহমান, মনিরুজ্জামান ও আবদুস সাত্তার একাধিক সভা–সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের পক্ষে মাঠে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীনও দলীয় সভা–সমাবেশে সক্রিয় আছেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন