[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গোঁজামিলের গণভোট অগ্রহণযোগ্য: বাংলাদেশ জাসদ

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ জাসদ | ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বাইরে কোনো বিষয় সরকার চাপিয়ে দিতে চাইলে তা অনৈক্যকে আরও জটিল ও অমীমাংসিত করে তুলবে এমন মন্তব্য করেছে বাংলাদেশ জাসদ। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘সংবিধান সংস্কারের জন্য জাতীয় সংসদে আলোচনার আগে গণভোটের প্রয়োজন নেই। তারপরও জাতীয় ঐকমত্য কমিশনে সর্বসম্মত যেসব প্রস্তাব থাকবে, সেগুলোর ওপর গণভোট নেওয়া যেতে পারে। তবে এ গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না। বিদ্যমান সংবিধান থাকা অবস্থায় রাষ্ট্রপতির আদেশ জারি করাও সংবিধানসম্মত নয় বলেই আমরা মনে করি। প্রয়োজন হলে অধ্যাদেশ দিয়ে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সময়ের সাথে একসঙ্গে হতে পারে।’

জাতীয় সংসদকে নতুন নামে ডাকানো ও দ্বৈত সত্তা দেওয়া সংবিধানবিরোধী উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, কতিপয় দলের অবাস্তব দাবিকে ‘জুলাই সনদ’ নামে চালিয়ে দেওয়া গণতান্ত্রিক মানসিকতার পরিচায়ক নয়। গণভোটের জন্য যেভাবে চারটি প্রশ্ন তোলা হয়েছে, তাতে গণভোটকে হাস্যকর করে তোলা হয়েছে। আমরা যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু গোঁজামিলপূর্ণ গণভোট মেনে নেওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন আর দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে জাতি সেটাই আশা করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন