ক্ষমতায় এলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল করবেন জামায়াতের প্রার্থী
![]() |
| চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামি ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়করেন মাওলানা জহিরুল ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন |
জামায়াতে ইসলামী সরকার গঠন করলে চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া বেতন, ভাতাসহ চাকরি ফেরত দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মাওলানা জহিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে এক মতবিনিময় সভায় মাওলানা জহিরুল ইসলাম এ মন্তব্য করেন। সেখানে বাঁশখালী উপজেলায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়। আজ শনিবার ওই সভার ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মাওলানা জহিরুল ইসলামকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করতে দেখা যায়। তিনি বলেন, ‘কিছু ব্যাংকার ইসলামী ব্যাংককে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র করছে। আপনার ছেলে, ভাগ্নে বা মেয়ে যদি চাকরিচ্যুত হতো, কেমন লাগত। এই অনুভূতি আপনাদের থাকা উচিত ছিল। আপনি রিজিকে হাত দিয়েছেন, আপনার সন্তান একদিন চাকরিহারা হবেন ইনশা আল্লাহ।’
চাকরিচ্যুতদের পাশে থাকার আশ্বাস দিয়ে মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘যিনি বা যারা গোপনে বা প্রকাশ্যে কারও রিজিকে আঘাত করার জন্য চাকরিচ্যুতি ঘটান; অথবা কারও ব্যক্তিগত সম্মান বা সম্পদে আঘাত করার চেষ্টা করেন; আল্লাহ তাঁদের বিচার করবেন।’
বাঁশখালী উপজেলার শাখা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম সভার সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য শহিদুল মোস্তাফা, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভার এই বক্তব্যের বিষয়ে জানতে মাওলানা জহিরুল ইসলামের মুঠোফোনে অন্তত পাঁচবার কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।

Comments
Comments