[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-
জামালপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে আবদুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ। বুধবার দুপুরে ইসলামপুর উপজেলা শহরের বটতলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন | ছবি: পদ্মা ট্রিবিউন
জামালপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে আবদুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ। বুধবার দুপুরে ইসলামপুর উপজেলা শহরের বটতলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন | ছবি: পদ্মা ট্রিবিউন

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে ইসলামপুর উপজেলা শহরের বটতলা এলাকায় প্রধান সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদের (বাবু) নাম ঘোষণা করা হয়েছে। এখানে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম। প্রার্থী পরিবর্তনের দাবিতে গত কয়েক দিন ধরে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন আবদুল হালিমের কর্মী-সমর্থকেরা।

আবদুল হালিমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকেরা আজ বেলা ১১টার দিকে প্রথমে উপজেলা শহরের বটতলা এলাকায় জড়ো হন। এরপর কাফনের কাপড় পরে শহরের প্রধান সড়ক অবরোধ করেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে আবদুল হালিমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে উপজেলা, পৌর শহর ও ১২টি ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি মো. জয়নাল আবেদীন সরকার, মো. হেলাল উদ্দিন ও আবদুর রউফ; উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে ‘বিতর্কিত’ সুলতান মাহমুদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করেছেন। কোনো আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন না। তাঁর নামে একটিও মামলা হয়নি। এছাড়া তিনি ঠিকমতো কথা বলতে বা চলাফেরা করতে পারেন না। দল চালাবেন কীভাবে?

বিএনপি নেতা জয়নাল আবেদীন সরকার বলেন, ‘আবদুল হালিমকে প্রার্থী ঘোষণা না করা হলে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’

এ বিষয়ে মনোনয়নবঞ্চিত আবদুল হালিম বলেন, তিনি সুখ-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। সব সময় মাঠে ছিলেন। ফ্যাসিবাদী সরকারের আমলে ১৪টি মামলার আসামি ছিলেন। প্রাথমিকভাবে দলীয় মনোনয়নের তালিকায় তার নাম না থাকায় তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। তবে পুনর্বিবেচনা হলে তিনি মনোনয়ন পেতে পারেন।

দলীয় মনোনয়ন পাওয়া সুলতান মাহমুদ বলেন, ‘তারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এসব করছেন। বিষয়টি আমি দলের হাইকমান্ডকে জানিয়েছি। বিশ্লেষণ করে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তারা বিগত সরকারের নেতা-কর্মীদের সঙ্গে আঁতাত করে চলেছেন। এসব করে দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।’

জামালপুর-২

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন