[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা

প্রকাশঃ
অ+ অ-
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানো কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। মঙ্গলবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন  

দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এখন থেকে এই পতাকা নিয়মিত উড়বে। জেলা প্রশাসন জানিয়েছে, এটি দেশের সর্বোচ্চ পতাকাস্ট্যান্ড হবে।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাবান্ধা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন বাংলাদেশের অংশে নির্মিত পতাকাস্ট্যান্ডের নামফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এরপর বেলুন উড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে দেশের সর্বোচ্চ উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, সিভিল সার্জন মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় ওড়ানো হয় লাল-সবুজ পতাকা | ছবি: পদ্মা ট্রিবিউন  

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাবান্ধা সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতের ফুলবাড়ী এলাকায় প্রায় ১০০ ফুট উচ্চতার একটি পতাকাস্ট্যান্ডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু বাংলাদেশের অংশে বড় কোনো পতাকাস্ট্যান্ড ছিল না। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভারতের চেয়েও বেশি উচ্চতার পতাকাস্ট্যান্ডে জাতীয় পতাকা উড়ানোর দাবি তুলছিলেন। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১১৭ ফুট উঁচু পতাকাস্ট্যান্ড স্থাপন করা হয়। আজ উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের সর্বোচ্চ উচ্চতায় নিয়মিত জাতীয় পতাকা উড়বে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন