ইউনূসের ভাষণ নিয়ে প্রতিক্রিয়া: রাজনৈতিক দলগুলোর গঠনমূলক অংশগ্রহণ চায় ইইউ
| ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) |
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে উত্তোরণের প্রক্রিয়ায় সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাই রাজনৈতিক দলগুলোকে পরবর্তী পদক্ষেপগুলোতে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার জন্য ইইউ উৎসাহিত করছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় ইউরোপের ২৭ দেশের জোট এ আহ্বান জানিয়েছে। ইইউ বৃহস্পতিবার তাদের এক্স হ্যান্ডলারে এটি প্রচার করেছে।
The EU supports the transition in Bangladesh under the interim government leading to democratic elections.
— European Union in Bangladesh (@EUinBangladesh) November 13, 2025
We welcome the leadership of Chief Adviser Yunus in view of the holding of participatory, free and fair elections in February next year.
We encourage the political parties…
ইইউ লিখেছে, ‘আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষাপটে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই।’
একটি মন্তব্য পোস্ট করুন