[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশঃ
অ+ অ-

পাবনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন পরিবহনের কাউন্টারের বেশির ভাগই বন্ধ। আজ রোববার দুপুরে পাবনার বেড়া বাসস্ট্যান্ড এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

রাবেয়া বেগম রোববার সকাল নয়টার দিকে ঢাকা থেকে পাবনার বেড়াগামী আলহামরা পরিবহনের বাসে উঠেন। গন্তব্যের মাত্র ২০ কিলোমিটার আগে জানতে পারেন, সিরাজগঞ্জের শাহজাদপুর হয়ে পাবনার বাস যেতে পারবে না। শেষ পর্যন্ত তালগাছি এলাকায় সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিএনজিচালিত অটোরিকশায় বেড়ায় পৌঁছান।

পাবনা ও শাহজাদপুরের অনেক যাত্রী রোববার দিনভর একই ধরনের দুর্ভোগে পড়েছেন। সমস্যার কারণ, পাবনা ও শাহজাদপুরের বাসমালিকদের পুরোনো দ্বন্দ্ব। আজ সকাল থেকে দুই এলাকার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ফলে পাবনা থেকে শাহজাদপুর হয়ে ঢাকা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরসহ উত্তরাঞ্চলের কোনো বাস চলাচল করছে না। একইভাবে শাহজাদপুর থেকেও পাবনার দিকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।

বাসমালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে অন্তত চারবার বাস চলাচল বন্ধ হয়েছে। গত সাত-আট বছরে এটি অন্তত ৩০ বার ঘটেছে। একবার বন্ধ হলে তা পুনরায় চালু হতে পাঁচ দিন থেকে তিন সপ্তাহ সময় লেগেছে।

বাসমালিক ও শ্রমিকদের তথ্য অনুযায়ী, শাহজাদপুর বাসমালিক সমিতি ও পাবনার নগরবাড়ী বাসমালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে রুট ও সময়সূচি নিয়ে দ্বন্দ্ব চলছে। পাঁচ-ছয় দিন আগে নগরবাড়ী সমিতির লোকজন শাহজাদপুরের নবীনবরণ পরিবহন নামের একটি বাস আটকায়। এর প্রতিবাদে শাহজাদপুরের বাসমালিকেরা নগরবাড়ী সমিতির বাসগুলো চলাচলে বাধা দেন।

গতকাল শনিবার পাবনার দাশুড়িয়ায় নবীনবরণ পরিবহনের একটি বাস আটকানোর পর আজ সকালে শাহজাদপুর বাসমালিক সমিতি শাহজাদপুরের ওপর দিয়ে পাবনার সব বাসের চলাচল বন্ধ করে দেয়। একই সঙ্গে পাবনার সড়ক দিয়েও শাহজাদপুরের বাস চলাচল বন্ধ হয়ে যায়। উভয় সমিতির দুই শতাধিক বাস সকাল থেকেই বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা এবং পরিবহন শ্রমিকরাও।

এদিকে পাবনা থেকে বেড়া হয়ে ঢাকাগামী বেশির ভাগ পরিবহনের কাউন্টার বন্ধ ছিল। দু–একটি বাসের কাউন্টার খোলা থাকলেও সেসব বাস বেড়া থেকে কাজীরহাট ফেরিঘাট বা নাটোরের বনপাড়া হয়ে প্রায় ১০০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ঢাকা যাচ্ছে।

পাবনা এক্সপ্রেস পরিবহনের বেড়া কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল হাসান বলেন, ‘শাহজাদপুর হয়ে পাবনার কোনো বাস যেতে না পারায় আমাদের বাসগুলো বা তো ফেরি হয়ে, না তো নাটোরের বনপাড়া ঘুরে ঢাকা যাচ্ছে।’

শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘পাবনা ও নগরবাড়ী বাসমালিক সমিতি আমাদের বাস চলাচলে বাধা দেওয়ায় এ সমস্যা হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে, পাশাপাশি উভয় মালিক সমিতিরই ক্ষতি হচ্ছে। দুই পক্ষ আলোচনায় বসলে সমাধান পাওয়া যাবে।’

পাবনা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মোমিন মোল্লা বলেন, ‘শাহজাদপুর বাসমালিক সমিতি প্রায় এক মাস ধরে আমাদের বাসগুলো শাহজাদপুরের ওপর দিয়ে যেতে দিচ্ছিল না। আজ থেকে তারা পাবনার সব বাসের চলাচল বন্ধ করে দিয়েছে। তারা ছোটখাট ব্যাপার হলেই আমাদের বাস চলাচলে বাধা দেয়। আমরা এর স্থায়ী সমাধান চাই।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন