[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রকাশঃ
অ+ অ-
হত্যা | প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইশান (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর খালিশপুরের ফেয়ার হেলথ ক্লিনিক মোড় এলাকায় তাঁর ওপর হামলা করা হয়। নগরের একটি বেসরকারি মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ জানায়, নিহত ইশান ও তাঁর বাবা বাচ্চু নগরের পেটকা বাজারে মাছ বিক্রি করেন। ওই বাজার এলাকায় কয়েকদিন ধরে স্থানীয় দুই কিশোর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় আবারও তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জেরে প্রতিপক্ষ ইশানের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাস্তার পাশে ফেলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে ইশানকে হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একই ঘটনায় ছুরিকাঘাতে আরও একজন আহত হয়েছেন।

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করে ওই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন