[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দৌলতপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ | প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে জনি ইসলাম (৩০) নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনির বাড়ি প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। দৌলতপুর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামাসহ অর্ধডজন মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জনি ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা বাংলাদেশের জামালপুরের কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সম্প্রতি মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলছিল। শনিবার দুপুরে জনি নিজ বাড়ি থেকে বের হয়ে গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় সোহান ও সুমনের নেতৃত্বে ৩০–৩৫ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে তাকে হত্যা করে। পরে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থানসংলগ্ন মাঠে লাশ ফেলে পালিয়ে যায়। সোহান ও সুমনের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্র জানায়, গত বছর জনির নেতৃত্বে সীমান্ত এলাকায় মোহন নামের এক যুবককে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনায় করা মামলার তিনি প্রধান আসামি ছিলেন।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন