হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: মাহফুজ আলম
![]() |
| লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম | ছবি: পদ্মা ট্রিবিউন |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, 'আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করব। আমরা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় পাব। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা কমবে।'
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'অনেকেরই ট্রাইব্যুনালে বিচার চলছে। যারা ছাত্র জনতাকে হত্যার বা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচার করা হবে। পরবর্তী সরকার এই বিচার কাজ এগিয়ে নেবে।'
মাহফুজ আলম বলেন, 'সংস্কার কাজে আমরা অনেকদূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। সকলেই সরকার গৃহীত দলিলে সর্বসম্মত হয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ একটি নতুন পর্যায়ে গেছে। জুলাই সনদ ও সংস্কারের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার যদি এগুলো বাস্তবায়ন করে, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, তা গড়ে উঠবে। যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম ও হত্যার ঘটনা আর থাকবে না।'
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, 'আসুন, বাংলাদেশ-পন্থার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ-বিরোধী শক্তি হিসেবে ঐক্যবদ্ধ হই। সরকারকে সংস্কার করতে সহযোগিতা করুন। শহীদদের পথ অনুসরণ করে আমরা আবার লড়াই করব। আমরা শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন উৎখাত করে সন্তুষ্ট থাকব না, বরং তাদের প্রশাসন, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রের অবশিষ্ট বৈশিষ্ট্যও বিচারের আওতায় আনা হবে।'
তিনি আরও জানান, 'আমার এলাকায় রামগঞ্জ ও লক্ষ্মীপুরে মাদক নিরাময়কেন্দ্র, নার্সিং কলেজ স্থাপন, সদর হাসপাতাল উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাসহ অনেক কমিশন সংস্কারের প্রস্তাবনা তৈরি হয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে এসব সংস্কার বাস্তবায়ন করা হবে। এটি কেবল কথার জন্য নয়। শেখ হাসিনা ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো রেখে নির্বাচন করা সম্ভব নয়। এগুলো উৎখাত করে এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার করে নির্বাচনের দিকে এগোতে হবে। সাবেক মন্ত্রী জিয়াউল হক জিয়ার অসমাপ্ত কাজও সম্পন্ন হবে।'
সাক্ষাৎ শেষে মাহফুজ আলম রামগঞ্জের দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন