শান্তই থাকছেন টেস্ট দলের নেতৃত্বে
![]() |
| নাজমুল হোসেন | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন। এরপর বাংলাদেশ কোনো টেস্ট খেলেনি। নানা ঘটনা ও আলোচনার পর তিনি সিদ্ধান্ত বদলান এবং টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে রাজি হন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাজমুল ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নাজমুল ২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ পাকিস্তানের মাঠে দুটি টেস্ট জয় করেছে। সব মিলিয়ে নাজমুলের অধীনে বাংলাদেশ ৪টি টেস্ট জিতেছে, ১টি ড্র করেছে এবং ৯টি হেরেছে।
গত বছর তিনটি সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় বছরের শুরুতে ওই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হঠাৎ করে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে তিনি টেস্ট অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দেন।
নতুন করে টেস্ট অধিনায়কত্ব নেওয়ার পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সত্যিই সম্মানের। বোর্ড যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
বিসিবির একটি সূত্র জানায়, শুরুতে নাজমুল অধিনায়কত্ব নিতে রাজি ছিলেন না। পরে এক পরিচালক তাঁকে রাজি করানোর দায়িত্ব পান। শেষ পর্যন্ত নাজমুলও রাজি হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘শান্ত (নাজমুল) ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেট বোঝার প্রমাণ দিয়েছেন। তাঁর নেতৃত্বে দল পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। বোর্ড মনে করছে, নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নেতৃত্বের এই ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।’

একটি মন্তব্য পোস্ট করুন