[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধান উপদেষ্টার উদ্দেশে জামায়াতের ভিডিও বার্তা

প্রকাশঃ
অ+ অ-

ভিডিও বার্তা দেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি তৈরি করেছে, সেটিকে অনাকাঙ্ক্ষিত বলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে বিএনপির তৈরি করা রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তাপ ফেব্রুয়ারির নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

আজ শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন চায়। নির্বাচনের ঠিক আগে এমন রাজনৈতিক অস্থিরতা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলেই আমরা মনে করি। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা কোনো অশুভ চক্রের কাছে নতি স্বীকার করবেন না, বশ্যতা দেখাবেন না এবং ষড়যন্ত্রের কারণে সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়ার কাজ থেকে পিছিয়ে যাবেন না।’

তিনি আরও বলেন, বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ডে অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের প্রকাশ দেখা গেছে। তাঁর অভিযোগ, প্রধান উপদেষ্টা লন্ডন গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি করেছেন এবং একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন। সর্বশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, একটি দল তাতে দ্বিমত জানালে সেটি পুনর্বিবেচনার নামে সরকারের পক্ষ থেকে সেই দলটির প্রতি আনুগত্য দেখানো হয়েছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত এই সিদ্ধান্ত মেনে নেয় না বলে জানান তাহের। তিনি বলেন, ‘এর আগে নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদে প্রতিটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেবে—এমন দুটি সিদ্ধান্ত হয়েছিল। জামায়াত ও জাতি উভয়ই তাতে একমত। আমরা চাই, উপদেষ্টা পরিষদে নেওয়া সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। না হলে রাজপথে প্রতিবাদ হবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সংস্কার বা রিফর্ম ছিল তাঁর নিজের উদ্যোগের ফল। আমরা বিশ্বাস করি, তিনি নিজের তৈরি সেই সংস্কারকে নিজেই ধ্বংস করবেন না। যদি তিনি তা করেন, তবে জাতির সঙ্গে দেওয়া তাঁর অঙ্গীকার ভঙ্গ হবে। আমরা আশা করি, তিনি দৃঢ় অবস্থান নেবেন এবং সংস্কার বাস্তবায়নে সঠিক সিদ্ধান্ত ঘোষণা করবেন।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন