বাড্ডায় যুবককে গুলি করে হত্যা
| লাশ উদ্ধার | প্রতীকী ছবি |
রাজধানীর মধ্য বাড্ডা এলাকার কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদকসংক্রান্ত কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার ভোরে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মামুন শিকদার পেশায় গাড়িচালক ছিলেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আলগী গ্রামের আবদুল খালেক শিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বাড্ডার একটি বাসায় মামুন শিকদার গুলিবিদ্ধ হন। যেই বাসায় তিনি গুলিবিদ্ধ হন, সেটি অন্য একজনের বাসা ছিল। মরদেহ উদ্ধার করার সময় ওই বাসা থেকে ইয়াবা পাওয়া গেছে। এর কারণে মাদক সেবন বা কেনাবেচার সঙ্গে সম্পর্কিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাসায় দুজন ব্যক্তি ছিলেন। হত্যার পর তারা পালিয়ে গেছেন। পুলিশ তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করবে। মামলা এখনো হয়নি, প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন