সিলেটে বিটিসিএলের গুদামঘরে অগ্নিকাণ্ড
![]() |
| সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার সন্ধ্যায় নগরের তালতলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদামটিতে পরিত্যক্ত মালামাল রাখা ছিল বলে জানিয়েছে বিটিসিএল কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নগরের তালতলা এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের পাশে বিটিসিএলের অকেজো মালামালের গুদামে আগুন লেগেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিটিসিএল সিলেটের উপমহাব্যবস্থাপক মিহির রায় জানিয়েছেন, বিটিসিএলের গুদামঘরটি বাংলাদেশ ব্যাংকের সীমানার সঙ্গে সংলগ্ন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সীমানায় লোহার খুঁটি বসানোর কাজ হচ্ছিল। ওয়েল্ডিংয়ের কাজের সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে বিটিসিএলের গুদামঘরে থাকা পরিত্যক্ত মালামালে লেগে যায়। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ওয়েল্ডিংয়ের কাজ করলেও আগেই তা জানায়নি। পরে তিনি বিষয়টি বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালককে অভিযোগ হিসেবে জানিয়েছেন। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বিষয়টি জানতে চাইবেন বলে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন