[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী

প্রকাশঃ
অ+ অ-
ধর্ষণ | প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একজন পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের মামলায় শামীম রাইহান (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে জেলার ত্রিশাল উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম রাইহান ত্রিশালের রামপুর ইউনিয়নের কাজিরকান্দা গ্রামের বাসিন্দা। পরে আজ রোববার তাকে নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহারের বরাতে র‍্যাব জানায়, গাইবান্ধার ওই নারীর (৩৭) স্বামী এক বছর আগে মারা গেছেন। তার একটি ১০ বছর বয়সী ছেলে আছে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। কাজের সুবাদে তার পরিচয় হয় নান্দাইল উপজেলার চরবেতাগৈর গ্রামের বাসিন্দা এনামুল সরদারের (৪০) সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে নারীর কাছ থেকে কয়েক মাস আগে ১১ হাজার টাকা ধার নেন এনামুল। এরপর তিনি এলাকায় থাকলেও নারীর টাকা ফেরত দিচ্ছিলেন না। টাকা ফেরত নেওয়ার জন্য এনামুল ওই নারীকে তার বাড়ি নান্দাইলের চরবেতাগৈর গ্রামে আসতে বলেন।

এজাহারে বলা হয়, ২৫ নভেম্বর রাত ১০টার দিকে টাকা নিতে ওই নারী চরবেতাগৈর এলাকায় গেলে এনামুল স্থানীয় অটোরিকশাচালক জুয়েল মিয়াকে নিয়ে তাকে চরভেলামারি ভালুর ঘাটে নিয়ে যান। সেখানে একটি কলাবাগানে চারজন মিলে তাকে ধর্ষণ করেন। একই সঙ্গে তার মোবাইল ফোন ও কাছে থাকা টাকাও ছিনিয়ে নেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার নারী ২৬ নভেম্বর থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার শামীম ওই মামলার ২ নম্বর আসামি।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন